• পণ্য সংক্রান্ত আলোচনার লক্ষ্যে হলদিয়া বন্দরে নেপালের মন্ত্রী
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: শনিবার হলদিয়া বন্দর ঘুরে দেখলেন নেপালের শিল্পমন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে নেপালের বিভিন্ন শিল্প সংস্থার কর্মকর্তাও ছিলেন। এদিন সকাল ১০টা নাগাদ বন্দরে এসে পৌঁছন নেপালের ১৪ জনের প্রতিনিধি দল। টিমের নেতৃত্বে ছিলেন ওই দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারী। এছাড়াও ছিলেন শিল্প দপ্তরের যুগ্ম সচিব বাবুরাম অধিকারী। বন্দরের পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি, জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস ও অন্যান্য আধিকারিকরা। নেপালের চারপাশ ভূখণ্ডে ঘেরা বলে আমদানি-রপ্তানি ব্যবসা মূলত হলদিয়া বন্দরের উপর নির্ভরশীল। এজন্য হলদিয়া বন্দরে পণ্য ওঠানামার অংশ ‘নেপাল কার্গো’ বলে পরিচিত। বন্দর সূত্রে জানা গিয়েছে, নেপালের প্রতিনিধিরা পণ্য সংক্রান্ত আলোচনার জন্য প্রতিবছরই হলদিয়া আসেন। এবছর ওদের প্রতিনিধি দল প্রথম এলেন। তবে শিল্পমন্ত্রী নিজে টিম নিয়ে হলদিয়া আসার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। এদিন দু’পক্ষের মধ্যে কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বন্দরের এক আধিকারিক বলেন, হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল কন্টেনার কার্গো, ভোজ্য তেল এবং কয়লার মতো ড্রাই বাল্ক কার্গো আমদানি করে। নেপালের পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লা নিয়ে যায় ওরা। তবে কয়েক বছর আগে নেপাল অন্ধ্রের বিশাখাপত্তনম বন্দর মারফৎ কন্টেনার পণ্য আমদানি রপ্তানি বেশি করছিল। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা বিশেষ উদ্যোগ নেওয়ার পর ফের হলদিয়ায় নেপালের ব্যবসা ফিরে এসেছে। তবে হলদিয়া বন্দর মারফৎ নেপালে পণ্য পরিবহণের পরিমাণ বছরে ৫০-৭০ লক্ষ টন ওঠানামা করে। এখন নেপালে শিল্পে মন্দা চলছে বলে আমদানি রপ্তানি অনেকটাই কমে গিয়েছে। ফলে বিপাকে পড়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তবে নেপাল টিম এদিন ঘুরে যাওয়ার পর আশায় বুক বাঁধছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। জেনারেল ম্যানেজার পিকে দাস বলেন, শনিবার নেপাল সরকারের এক প্রতিনিধি দল হলদিয়া  বন্দর পরিদর্শন করেছেন। আশা করছি, নেপাল আরও বেশি পরিমাণে পণ্য আমদানি করবে হলদিয়া বন্দরের মাধ্যমে।  • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)