• শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে খুনের হুমকি
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সহকারী সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এনিয়ে নাবলা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, জনাদশেক দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসে নাবলা পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক খুনের হুমকি দেন চঞ্চলবাবুকে। চঞ্চলবাবুর দাবি, ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় সরকারি জমিতে বেশ কয়েকটি গাছ বসানোর পরিকল্পনা করছিল পঞ্চায়েত সমিতি। কিন্তু, সেই জায়গা দখল করে ঘর বানিয়েছেন পাশের নাবলা পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিক। তার প্রতিবাদ করায় তাঁকে বাড়িতে এসে খুনের হুমকি দেন ওই তৃণমূল নেতা। থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। চঞ্চলবাবু বলেন, আগামী সোমবারের মধ্যে আমাকে খুন করে দেওয়ার হুমকি দিয়েছে। আতঙ্কে রয়েছি। বাধ্য হয়েই পুলিসের দ্বারস্থ হয়েছি। এনিয়ে সুদীপবাবু বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। একজন গরিব মানুষ দোকান করে রুটি রুজি চালাচ্ছিলেন। তাঁর দোকান গিয়ে ভেঙে দিয়েছেন। যদি দোকান তুলে দেওয়ার হতো তাহলে উনি বাজার কমিটি বা ওখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তুলে দিতে পারতেন। আমি খুনের হুমকি দিতে যাইনি। বলেছি সোমবার হলে হিসেব হবে। কারণ, আমরা একটা আন্দোলন করার পরিকল্পনা করছি। হিংস্র রাজনীতিতে আমি বিশ্বাসই নই। তাঁর বাড়ির সামনের ভিডিও ফুটেজ দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)