• আন্তর্জাতিক চক্রের চাঁই গ্রেপ্তার নেপাল সীমান্তে
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: পেশায় টোটোচালক। দেখতে সাধাসিধে। হুট করে বোঝারও সাধ্যি নেই। আসলে সেই আর্ন্তজাতিক মাদক পাচারচক্রের অন্যতম চাঁই। শুক্রবার রাতে খড়িবাড়ি ব্লকের বাতাসি থেকে আর্ন্তজাতিক হেরোইন পাচার চক্রের এই মাথাকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ঘটনায় ধৃত টোটোচালক তথা মাদকপাচার কারবারের স্থানীয় এক কিংপিন জিতু বর্মন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইনের আর্ন্তজাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলেই খবর। সূত্র বলছে,  শিলিগুড়ি মহকুমার বাতাসি থেকে প্রতিবেশী নেপালে পাচারের আগেই হেরোইন সহ জিতুকে গ্রেপ্তার করা হয়েছে।   
  • Link to this news (বর্তমান)