• নাকাশিপাড়ায় ঠিকাদারের বিল না মেটানোয় অভিযুক্ত বিজেপি প্রধান
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কাজ করলেও ঠিকাদারের বিল না মেটানোর অভিযোগ উঠল বিজেপি পরিচালিত নাকাশিপাড়া পঞ্চায়েতের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ঠিকাদার বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, কাটমানি দিলে তবেই বিল ছাড়া হবে-এমনটাই তাঁকে বলা হয়েছে। নাকাশিপাড়ার বিডিও স্নেহাশিস দত্ত বলেন, কেন টাকা আটকে রাখা হয়েছে, তার কারণ জানতে প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে নাকাশিপাড়া পঞ্চায়েতের দাদুপুর গ্রামে একটি ঢালাই রাস্তার কাজ হয়। অভিযোগ, তারপর বিল পাশ হলেও তার অনুমোদন দিতে রাজি হননি পঞ্চায়েত প্রধান। উল্টে ঠিকাদারের কাছ থেকে সই করার বিনিময়ে টাকা চেয়েছেন তিনি। রাখি পাল নামে ওই ঠিকাদার বলেন, কাজ নিয়ে কোনও অভিযোগ নেই। তবু আমার প্রাপ্য টাকা পঞ্চায়েত প্রধান আটকে রেখেছে‌। আমার কাছ থেকে টাকাও চেয়েছে। বছরখানেক ধরে ঘুরছি। এখনও টাকা না পাওয়ায় বাধ্য হয়ে  বিডিওকে জানিয়েছি। নাকাশিপাড়া পঞ্চায়েতের প্রধান দয়াময়ী ঘোষ বলেন, ওই ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। তাই বিল আটকে রাখা হয়েছে। বারবার দেখা করতে বললেও উনি আসছেন না।
  • Link to this news (বর্তমান)