• অনুপ্রবেশ রুখতে তৎপর, সীমান্তের কাছে ঘেঁষতেই দিচ্ছে না বিএসএফ
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা ও শীতলকুচি: নদীর মাঝে দাঁড়িয়ে হাজার হাজার লোক। চোখে জল আর ভারতে আশ্রয়ের কাতর প্রার্থনা। শুক্রবার শীতলকুচির গোলেনাওহাটি পঞ্চায়েতের পাঠানটুলি সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের বুঝিয়ে দেশে ফেরত পাঠিয়েছিলেন বিএসএফ জওয়ানরা। কিন্তু, এই ঘটনাই অনুপ্রবেশের চিন্তা বাড়িয়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর। কারণ, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা কাঁটাতারহীন। সীমান্তের সেই এলাকাগুলিই এখন অনুপ্রবেশের কেন্দ্র। বেড়াহীন সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে পারে বাংলাদেশিরা। 

    এই আশঙ্কাতেই শনিবার কোচবিহার জেলাজুড়ে প্রহরা বাড়িয়েছে বিএসএফ। সীমান্তের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। এতেই সমস্যায় পড়েছেন চাষিরা। কাঁটাতারের বেড়ার ওপারে বহু ভারতীয় কৃষকের কয়েকশো বিঘা জমি রয়েছে। সেখানে আমন ধান রোপণ করেছেন তাঁরা। বিএসএফের অনুমতি নিয়েই কাঁটাতারের বেড়ার ওপারে চাষ করতে যান তাঁরা। কিন্তু, শনিবার ওপারে যেতে দেওয়া হয়নি কাউকেই।

    মাথাভাঙা মহকুমার মহিষমুড়ির শালবাড়ি, কুচলিবাড়ির তিস্তার পাড় ও চ্যাংরাবান্ধার ধরলা নদী বরাবর নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বেশিরভাগ এলাকাতেই কাঁটাতার নেই। মাথাভাঙার বাংলাদেশ সীমান্তবর্তী মহিষমুড়ির শালবাড়ি এলাকা মূল ভূখন্ড থেকে ধরলা নদীর কারণে বিচ্ছিন্ন। শালবাড়ির তিনদিকেই বাংলাদেশ। ধরলা পেরিয়ে যাতায়াত করেন বাসিন্দারা। এই এলাকা দিয়ে অনুপ্রবেশ রুখতে বাহিনী সদাসতর্ক। আবার চ্যাংরাবান্ধায় নদী পেরলেই নিষিদ্ধপল্লি। শুখা মরশুমে বাংলাদেশি দুস্কৃতীদের আনাগোনা লেগেই থাকে। কাঁটাতারহীন এলাকা দিয়ে বাংলাদেশিরা এদেশে আসার সুযোগ নিতে পারে বলেই মনে করছেন বিএসএফ কর্তারা। 

    একইসঙ্গে কুচলিবাড়ি ও বাগডোগরা ফুলকাডাবরি গ্রামপঞ্চায়েত এলাকার তিস্তা নদীর বিশাল চর এলাকাতেও কাঁটাতারের বেড়া নেই। সেখানেও প্রহরা বাড়ানো হয়েছে। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, কোনওভাবেই যাতে বাংলাদেশিরা ঢুকতে না পারে, সেই লক্ষ্যেই চালানো হচ্ছে নজরদারি। 

    বিএসএফের কড়াকড়িতে বিপদে পড়েছেন পাঠানটুলি গ্রামের চাষিরা। গ্রামেরই বাসিন্দা বীরেন্দ্রনাথ বর্মনের কথায়, সীমান্তের ওপারে আমার তিনবিঘা জমি রয়েছে। ধান চাষ করেছি।  কিন্তু বিএসএফ ওপারে যেতে মানা করেছে। চাষবাস আটকে গেলে সংসার চালানো মুশকিল হবে। 

    পাঠানটুলির চাষি যামিনী বর্মন বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। বিএসএফ ফেরত পাঠিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চাষের কাজে 

    ফিরতে চাই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)