• গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস যাওয়ার রাস্তা বেহাল
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের চাঁচল-২ ব্লকের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েত ভবন যাওয়ার রাস্তা বেহাল। রাস্তার বিভিন্ন স্থানে জল জমে রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার এমন দশা। স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

    রাস্তার বিভিন্ন স্থানে গর্ত হয়ে রয়েছে। এনায়েত নগর, কলোনি পাড়া, ফুটানিগঞ্জ মোড় সহ বিভিন্ন স্থানে রাস্তায় জল জমে আছে। বোয়ালমারি গ্রাম থেকে পঞ্চায়েত ভবন আসার কয়েক কিমি রাস্তার অবস্থাও বেহাল। স্থানীয় বাসিন্দা হুমায়ন কবীর, রতন মণ্ডলরা বলছেন, গ্রাম পঞ্চায়েত ভবন যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনের কোনও হেলদোল নেই। এবিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এবিষয়ে আলোচনা করা হবে। 
  • Link to this news (বর্তমান)