• জানুয়ারিতেই পড়ুয়াদের এক সেট ইউনিফর্ম দিতে চায় রাজ্য
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত তিন বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে এক জোড়া ইউনিফর্ম দিচ্ছে রাজ্য। কিন্তু প্রতিবার শিক্ষাবর্ষের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পর পোশাক হাতে পায় পড়ুয়ারা। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে চাপা অসন্তোষও রয়েছে। তাই আগামী বছর শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের হাতে অন্তত এক সেট ইউনিফর্ম তুলে দিতে চাইছে রাজ্য। তার জন্য চলতি বছরের অক্টোবর থেকেই ইউনিফর্ম তৈরির কাপড় সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিতে চায় পঞ্চায়েত দপ্তর। সম্প্রতি জেলাগুলির সঙ্গে বৈঠকে এমনটাই জানানো হয়েছে বলে খবর। এমনভাবে কাজ করতে বলা হয়েছে, যাতে জানুয়ারি মাসে স্কুল খুললেই নতুন বইয়ের সঙ্গে নতুন পোশাকও পেয়ে যায় ছাত্রছাত্রীরা। এবছর যে পরিমাণ কাপড় লেগেছে, সেই হিসেব ধরেই প্রথম ধাপের কাপড় সংগ্রহ করে পাঠানো হবে। পরবর্তী ধাপে বাড়তি কাপড় লাগলে আবারও তা পাঠানো হবে।চলতি বছরে ইউনিফর্মের একটি করে সেট অনেক জেলায় দেওয়া হয়ে গিয়েছে। কিছু জেলা বাকি আছে। দ্বিতীয় সেটের বণ্টন প্রক্রিয়া বাকি রয়েছে অধিকাংশ স্কুলেই। 

    পঞ্চায়েত দপ্তরের নির্দেশ, এ মাসের মধ্যেই ইউনিফর্ম বিলির কাজ শেষ করতে হবে। কিন্তু রিপোর্ট বলছে, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে প্রথম সেটের ইউনিফর্ম বণ্টন প্রক্রিয়া অনেকটাই বাকি। সবচেয়ে পিছিয়ে রয়েছে কলকাতা। এখানে কাপড় কাটা ও সেলাইয়ের কাজই এখনও শেষ হয়নি। জেলায় মাত্র ১২ শতাংশ পড়ুয়ার হাতে এক সেট ইউনিফর্ম তুলে দেওয়া সম্ভভ হয়েছে বলে খবর। অন্যদিকে, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরে সব পড়ুয়া এক সেট  করে পোশাক পেয়ে গিয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই দ্বিতীয় সেট বিলি করার কাজ বাকি। দপ্তর আশা করছে, চলতি মাসে না হলেও সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এবারের পোশাক বিলির কাজ শেষ হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)