• বাড়ির নকশা অনুমোদনের ফি-তে ৫০ শতাংশ ছাড়
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরবাসীর জন্য সুখবর দিল কলকাতা পুরসভা। বাড়ি নির্মাণের ক্ষেত্রে বড় ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাতে বলা হয়েছে, বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং  প্ল্যান বা নকশা অনুমোদন ফি-তে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

    নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এক কাঠা, দু’কাঠা বা তিন কাঠা জমিতে নতুন বাড়ি নির্মাণ করতে গেলে এই সুবিধা পাবেন জমির মালিকরা। সেক্ষেত্রে এক কাঠা বা তার কম জমি হলে সংশ্লিষ্ট আবেদনকারীকে বিল্ডিং প্ল্যান অনুমোদন ফি বাবদ দিতে হবে ৪০ হাজার টাকা। এক থেকে দু’কাঠার মধ্যে নির্মাণের ক্ষেত্রে ৭০ হাজার টাকা ফি দিতে হবে। ২ থেকে ৩ কাঠার মধ্যে হলে জমির আয়তন, ফি দিতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। আগে এক্ষেত্রে প্রায় ২ লক্ষ ২০ হাজর টাকা ফি ছিল বলে জানিয়েছেন ফিরহাদ। তবে, এদিন তিনি আরও জানিয়েছেন, কিছু শর্তের বিনিময়েই এই ছাড় পাবেন সংশ্লিষ্ট বাড়ির মালিকরা। প্রথম শর্ত হল, নিজের জমিতে নিজেকেই বাড়ি তৈরি করতে হবে। প্রোমোটারকে দিয়ে বাড়ি তৈরি করানো হলে এই সুযোগ-সুবিধা মিলবে না। দ্বিতীয় শর্ত হল, শুধুমাত্র বসবাসের জন্য বাড়ি বানালেই মিলবে এই ছাড়। অর্থাৎ কমার্শিয়াল বা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কোনও নির্মাণ তৈরি করা হলে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে এই ধরনের ছাড় মিলবে না। পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকরা মনে করছেন, নিজেদের জমিতে বাড়ি করতে চাইছেন যাঁরা, এই ছাড়ে তাঁদের অনেকটাই সুবিধা হবে।
  • Link to this news (বর্তমান)