• ‘আর জি কর-বিচার চাই’, চিকিৎসকরা বদলে ফেললেন সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস
    বর্তমান | ১১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক অবস্থান ভুলে এককাট্টা হতে দেখা গেল রাজ্যের অ্যালোপ্যাথিক চিকিৎসক সমাজকে। এমনকী, সরকারপন্থী চিকিৎসক সংগঠনের নেতা, শাসক দলের বিধায়ক, প্রাক্তন এমপি, তৃণমূল মুখপাত্রদের পরিবারের একাধিক সদস্যকে প্রতিবাদী মিছিলে হাঁটতে দেখা গেল। বিবৃতিও জারি করলেন তাঁরা। শুধু তাই নয়, শনিবার সকাল থেকে বাংলার হাজার হাজার মর্ডান মেডিসিনের চিকিৎসক তাঁদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বদলে ফেললেন। প্রত্যেকেরই প্রোফাইলে বড় বড় হরফে ফুটে উঠল ‘আর জি কর মেডিক্যাল কলেজ-বিচার চাই’। বেলা বাড়তেই আর জি কর, এন আর এস, কলকাতা ন্যাশনাল, সিএনসিআই, সাগর দত্ত, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ রাজ্যের প্রায় সব মেডিক্যাল কলেজে শুরু হয় বিক্ষোভ। শহরের রাজপথে মিছিল শুরু হয়। এআইডিএসও’র অন্যতম শীর্ষনেতা ডাঃ মৃদুল সরকার ছিলেন আর জি কর-এর বিক্ষোভে। তিনি বললেন, ‘কোনও সংগঠনের ব্যানারে নয়, আমরা এই প্রতিবাদ করছি ঐক্যবদ্ধভাবে। এটা আপামর চিকিৎসক সমাজের প্রতিবাদ।’ 

    বিবৃতি দিয়ে প্রতিবাদে শামিল হয় দিল্লি এইমস, পিজিআই চণ্ডীগড়, সফদরজং হাসপাতাল সহ দেশের প্রথম সারির বহু মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই), বিওজিএস সহ প্রায় প্রতিটি চিকিৎসক সংগঠন ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সরব হয়। তামিলনাড়ু সহ বহু রাজ্যের চিকিৎসক সম্মিলিতভাবে লিখিত বিবৃতি দিয়ে প্রতিবাদ জানান। বহু প্রাক্তন সিনিয়র চিকিৎসক, বিভাগীয় প্রধানরাও প্রতিবাদে অংশ নেন। 
  • Link to this news (বর্তমান)