টোটো কিনেও উপার্জন হচ্ছে না, ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় চরম পদক্ষেপ যুবকের ...
আজকাল | ১১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শোধ করতে পারেননি। টোটো কেনার পর লোনের কিস্তি শোধ করতে না পারার মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সীমানাপাড়া গ্রামে। মৃত ওই যুবকের নাম বাবু হাজরা (২৪)।
মৃত যুবকের বাবা সঞ্জিতবাবু বলেন, 'ছেলেকে আমি বারবার বুঝিয়েছিলাম তার চিন্তার কোনও কারণ নেই। আমি পরিবারকে দেখব। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য বার হয়ে সে আর ঘরে শুতে আসেনি। এর কিছুক্ষণ পর আমরা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করি।' নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে বাবু হাজরার দেহ উদ্ধার করে সেটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।