• টোটো কিনেও উপার্জন হচ্ছে না, ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় চরম পদক্ষেপ যুবকের ...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শোধ করতে পারেননি। টোটো কেনার পর লোনের কিস্তি শোধ করতে না পারার মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সীমানাপাড়া গ্রামে। মৃত ওই যুবকের নাম বাবু হাজরা (২৪)।

    মৃত ওই যুবকের বাবা সঞ্জিত হাজরা বলেন, 'বছর খানেক আগে একটি বেসরকারি ব্যাঙ্কের পীরতলা শাখা থেকে আমার ছেলে টোটো কেনার জন্য একটি বড় অঙ্কের টাকা লোন করেছিল। লোন নেওয়ার পর প্রথম কয়েক মাস কিস্তির টাকা নিয়মিত শোধ করতে পারলেও সম্প্রতি টোটো চালিয়ে ঠিকমত উপার্জন না হওয়াতে ব্যাঙ্কের কিস্তির টাকা শোধ করতে পারছিল না আমার ছেলে।'

    তিনি বলেন, 'লোনের টাকা শোধ করার জন্য ব্যাঙ্কের তরফ থেকে আমার ছেলেকে নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল। তার সাথে পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য সে মানসিকভাবে চাপে ছিল। আজ সকালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তার আগেই সকালে আমার ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।'

    মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, মানসিকতা অবসাদে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন বাবু হাজরা। মাঝে মধ্যে সে পরিবারের লোকেদেরকে বলত তাঁর অবর্তমানে তাঁর স্ত্রী এবং বছর পাঁচেকের ছেলেকে কে দেখবে!

    মৃত যুবকের বাবা সঞ্জিতবাবু বলেন, 'ছেলেকে আমি বারবার বুঝিয়েছিলাম তার চিন্তার কোনও কারণ নেই। আমি পরিবারকে দেখব। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য বার হয়ে সে আর ঘরে শুতে আসেনি। এর কিছুক্ষণ পর আমরা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করি।' নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে বাবু হাজরার দেহ উদ্ধার করে সেটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (আজকাল)