• বাংলাদেশে অশান্তি ,মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতা ...
    আজকাল | ১১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশের অসংখ্য নদী-নালা সাঁতার কেটে প্রায় ৬০০ কিলোমিটার পথ পার হয়েও শেষ রক্ষা হল না সেই দেশের আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতার।  বাংলাদেশে অস্থিরতার কারণে সে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক বাংলাদেশের বিদায়ী শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্র লীগের , জেলা সাধারণ সম্পাদক ছিল। 

    পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন আব্দুল কাদির। পুলিশকে আব্দুল জানিয়েছেন, জীবন বাঁচানোর জন্যই সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ধৃত ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতার বিরুদ্ধে ১৪ ফরেনার্স এক্টে মামলা রুজু করে রবিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)