খেলতে যাওয়াই কাল! পা পিছলে পুকুরে ডুবে মৃত্যু তিন নাবালিকার ...
আজকাল | ১১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: খেলতে গিয়েই চরম পরিণতি। পা পিছলে পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু হল তিন নাবালিকার। মৃতেরা হল, তামান্না খাতুন (৭), মাবিয়া খাতুন (৭), জার্জিসা খাতুন (৯)। মৃতদের মধ্যে দুইজন এক পরিবারের সদস্য।
ঘটনাস্থলে আরও এক নাবালক খেলাধুলা করছিল। ঘটনাটি দেখতে পেয়েই ছুটে গিয়ে বাড়ির সকলকে ডেকে আনে। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর পুকুর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের।