মাঠে কাজ করার সময় বিপত্তি, পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু তিন মহিলার, আহত আরও দুই ...
আজকাল | ১১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাজ পড়ে বিপত্তি। পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হল তিন মহিলার। আহত আরও দুইজন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। সকলেই মাঠে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
দুমদুমি গ্রাম থেকেও তিনজন মহিলাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃতেরা হলেন, ভাগ্যবতী মাহাতো (৫৫), ছবি রাজোয়ার (৪৫) এবং রুকসানা খাতুন (২৫)। তিনটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।