• চার দফা দাবি জুনিয়র ডাক্তারদের, কর্মবিরতি চলবে আরজি করে
    এই সময় | ১১ আগস্ট ২০২৪
  • আরজি করকাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শিকেয় উঠেছে রোগী পরিষেবা। এমত অবস্থায়, সোমবারই হাসপাতালের সুপারকে সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে, এখনও অনড় আন্দোলনকারী ডাক্তাররা। প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে চার দফা দাবি। দাবি না মানা হলে পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।রবিবার আরজি করের রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের চার দফা দাবি পূরণ করতে হবে। কী সেই দাবিগুলি? তাঁরা জানিয়েছে, প্রথমত নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় তদন্ত করে মৃত্যুদণ্ড শাস্তিপ্রদান করতে হবে। পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে যে প্রমাণ মিলেছে এবং ময়নাতদন্তের রিপোর্টে যা পাওয়া গিয়েছে, সেটা আন্দোলনকারীদের সবিস্তারে জানাতে হবে।

    এর পাশাপাশি সংগঠনের তরফে জানানো হয়, আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতালের সুপার, বুক এবং ফুসফুসের চিকিৎসা বিভাগের প্রধান এবং আরজি কর মেডিক্যাল কলেজের অন্তর্বর্তী থানার কর্তব্যরত এসিপিকে লিখিতভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তৃতীয়ত, মহিলা চিকিৎসকের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদান করতে হবে। চতুর্থত, কী ভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, সে ব্যাপারে আন্দোলনকারীদের জানাতে হবে। এই চারটি দফা না মানলে তাঁরা কাজে যোগ দেবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

    আন্দোলনকারীদের তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমরা আমাদের কর্মবিরতি বজায় রাখছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে। আমরা সমস্ত চিকিৎসক, সুশীল সমাজকে আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

    উল্লেখ্য, শুক্রবার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কর্মবিরতি শুরু করে দেয় জুনিয়র ডাক্তাররা। প্রায় ৪৮ ঘণ্টা তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে বীভৎস ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতর, তার সঠিক বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হয়ে বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সে হাসপাতালে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতো বলে জানতে পারা গিয়েছে।
  • Link to this news (এই সময়)