এন.এস.এস এর প্রতিনিধি হিসেবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লিতে ধূপগুড়ি গার্লস কলেজের অর্চনা...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
অতীশ সেন: স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে দিল্লি রওনা দিল ধূপগুড়ি গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়া অর্চনা বর্মন। এন.এস.এস বিভাগে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন তিনি। জানা গিয়েছে, ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা যোজনায় অংশ নেবেন ধূপগুড়ি গার্লস কলেজের সদস্য প্রত্যন্ত দক্ষিণ ধূলিয়ার এই পড়ুয়া। সারা দেশের বিভিন্ন কলেজ থেকে প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপিকা আমিনা পারভিন জানান, রবিবার বিকেলে অর্চনা দিল্লির পথে রওনা দিয়েছে। তাঁর দিল্লি ডাক পাওয়াটা কলেজের জন্যও যথেষ্ট গর্বের। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকার মেয়েরাই মূলত ধূপগুড়ি গার্লস কলেজে পড়াশোনা করে, এদের অনেকেই শিলিগুড়ি পর্যন্ত কোনও কাজে যেতেও ভয় পায়। সেখানে এই কলেজেরই প্রথম বর্ষের পড়ুয়া একটি মেয়ে দিল্লিতে যাচ্ছে এবং রাজ্যের প্রতিনিধিত্ব করছে। অর্চনাকে দেখে অন্যান্য মেয়েরাও এগিয়ে আসতে উৎসাহ জোগাবে এই বিষয়েও আশাবাদী তিনি।