মর্মান্তিক! বাইক নিয়ে যাওয়ার সময় দুই কিশোরকে পিষে মারল হাতির পাল...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
অতীশ সেন: রাজ্য সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় হাতির পালের সামনে পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই কিশোরের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোরাঘাট চৌপথি ও হলদিবাড়ি চা বাগানের মাঝে। জানা গিয়েছে, বানারহাটের তোতাপাড়া চা বাগানের বাসিন্দা জয় ওঁরাও এবং আদর্শ ওঁরাও নামে দুই যুবক বাড়ি থেকে বাইকে চেপে হলদিবাড়ি চা বাগানে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল।
বনদপ্তর সূত্রে খবর, হাতির দল আচমকা রাস্তায় চলে আসায় দ্রুত গতিতে থাকা বাইকটি সময় মত নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় পড়ে গিয়েও দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। তবে হাতির দল পিষে মেরেছে কি না তা নিশ্চিত হতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিষে মারার খবর নিশ্চিত হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।