আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের ঘটনায় জেপি নাড্ডাকে চিঠি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি পাঠালেন সুকান্ত। কেন্দ্রকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি। চিঠিতে সুকান্ত লিখেছেন, ঘটনার ভয়াবহতা বিচার করে যাতে সিবিআই তদন্তের নির্দেশ দিক কেন্দ্রীয় সরকার। হাসপাতাল গুলিতে নিরাপত্তার অভাব রয়েছে এমনই অভিযোগ সুকান্তর।
আমি কেন্দ্রকে অনুরোধ করছি যদি রাজ্যের সঙ্গে আলোচনা করে চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যায়।' অন্যদিকে, আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আরজি কর হাসপাতালের ছাত্র সংগঠন। তাঁরা জানিয়েছেন, বর্তমান অধ্যক্ষের সময় হাসপাতালের পরিষেবা ভাল হয়নি। তাঁকে সরিয়ে অন্য কাউকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করুক রাজ্য সরকার।