আরজি করের ঘটনায় এবার পথে নামল চিকিৎসক সংগঠন ফোরডা, সোমবার থেকেই কর্মবিরতিতে চিকিৎসকরা...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় হস্তক্ষেপ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক সংগঠন। এবার আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জাতীয় চিকিৎসক সংগঠন ফোরডা। এক বিবৃতি দিয়ে ফোরডার তরফে জানানো হয়েছে, চিকিৎসক সমাজে এই ভয়ঙ্কর ঘটনা প্রভাব ফেলেছে গোটা সমাজে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবিতে সমস্ত চিকিৎসক সংগঠনকে আহ্বান জানিয়েছে ফোরডা। জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিতে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে তাঁদের একাধিক দাবির কথাও জানিয়েছে ফোরডা। জানানো হয়েছে, সঠিক বিচার এবং নিরাপত্তার দাবি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সমস্ত দাবি মেনে পদক্ষেপ নিতে হবে সরকারকে। চিকিৎসকদের প্রতিবাদের সময় পুলিশ যেন কোনোভাবেই হিংসাত্মক না হয়ে ওঠে সেই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন যেন অশান্ত না হয়ে ওঠে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। সবথেকে গুরুত্বপূর্ণ, দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত গাইডলাইন প্রকাশ করতে হবে। হেলথকেয়ার প্রোটেকশন আইন গঠনের জন্য মেডিক্যাল কমিউনিটি এবং অ্যাসোসিয়াশন গুলি থেকে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে হবে। জরুরি ভিত্তিতে এই কমিটি গঠন করে পদক্ষেপ নেওয়া দরকার।