• আর জি কর কাণ্ড: কড়া পুলিস কমিশনার বিনীত গোয়েল, জারি একাধিক নির্দেশিকা, মহিলা নিরাপত্তায় জোর
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার পরই কড়া সিদ্ধান্ত নিলেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। আজ, রবিবার তিনি সমস্ত থানার ওসি, সিভিক ভলান্টিয়ার-সহ পুলিসকর্মীদের উদ্দেশে ১৫ দফা নির্দেশ জারি করছেন। সূত্রের খবর সেই নির্দেশে তিনি জানিয়েছেন, মহিলাদের সঙ্গে অপরাধ হতে পারে এমন এলাকা দ্রুত চিহ্নিত করতে হবে। পাশাপাশি সেই এলাকায় মহিলা নিরাপত্তাও সুনিশ্চত করতে হবে। তিনি এও জানিয়েছেন, পুলিসের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। এছাড়া যে সমস্ত জায়গায় নজরদারি নেই সেখানে আরও বেশি পরিমাণে ক্যামেরা লাগানোর কথাও তিনি বলেছেন। এছাড়া ওই নির্দেশিকায় তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতাল এবং ছাত্রীবাসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। মহিলা পড়ুয়াদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখবে পুলিস। তাঁদের কোন‌ও সমস্যা হলেই ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা। গত শুক্রবার সকালে আর জি করের সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। পরে জানা যায়, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর গতকাল অর্থাৎ শনিবার এই ঘটনায় তদন্তকারীরা সঞ্জয় রায় (৩১) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এদিকে এই ঘটনার আঁচ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে চিকিৎসকেদের কর্মবিরতি। মোমবাতি নিয়ে করা হচ্ছে প্রতিবাদ মিছিলও। চিকিৎসা পরিষেবাও ব্যাহত। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাঁদের পরিজনেরা।
  • Link to this news (বর্তমান)