• শুনতে হবে ‘তোমরা কি অন্য গ্রহের জীব?’, RG করের ঘটনায় ক্ষোভপ্রকাশ মহিলা চিকিৎসকের
    হিন্দুস্তান টাইমস | ১২ আগস্ট ২০২৪
  • 'এভাবেই আমরাও ডিউটি করেছি, তোমরা কি অন্য গ্রহের জীব? ডিউটি করতে আসো না ঘুমাতে যে অনকল রুম চাই? তাও আবার পরিষ্কার?' – আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার পরে ‘অনকল রুম’-র যে বিভাষিকাময় কাহিনী উঠে এসেছে, তারপরে কলকাতার একটি সরকারি হাসপাতালের এক চিকিৎসকের এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তিনি দাবি করেছেন, নাইট ডিউটির সময় জুনিয়র ডাক্তারদের যে পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল, তা নিয়ে যদি সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানানো হত, তাহলে তাঁরা এরকম মন্তব্য করতেন। তাঁর বক্তব্য, ‘কোনওদিনও কেউ চাইবেন না, তাঁরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, জুনিয়ররা সেই পরিস্থিতির যেনস সম্মুখীন না হন। উলটে তাঁদের জীবন কতটা বিভীষিকাময় হয়, সেটাই তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা।’

    যে ‘অনকল রুম’ নিয়ে ওই মহিলা চিকিৎসক কথা বলেছেন, আরজি কর হাসপাতালের সেই রুমের অবস্থা ভয়াবহ ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে ‘অনকল রুম’-র অবস্থা বিভীষিকাময় হওয়ার কারণেই ২২ বছরের মহিলা চিকিৎসককে সেমিনার রুমে যেতে হয়েছিল। যেখানে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে আরজি কর হাসপাতাল নয়, অনেকের অভিযোগ, পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি হাসপাতালের ‘অনকল রুম’-র অবস্থা ঠিক এরকমই। নেই কোনও নিরাপত্তা। চূড়ান্ত নোংরা। শৌচাগারের অবস্থা ভয়াবহ থাকে বলে অভিযোগ উঠেছে।

    সেই রেশ ধরেই সোশ্যাল মিডিয়ায় কলকাতার অপর একটি হাসপাতালের মহিলা চিকিৎসক বলেন, ‘স্যার, আপনারাও অন্তত একটা দিন নাইট ডিউটি দিন.. গ্রাউন্ড লেভেলের রিয়্যালিটি বুঝুন.. আমাদের মতো সারারাত জেগে বেড়ালের পুরিষ মাখা গদির পাশে বেঞ্চে বসে একটা রাত কাটান, করতে-করতে পরদিন সকাল ৯ টার লেকচার ক্লাসের জন্য সেইসঙ্গে তিনি বলেন, ‘তাই ছেলে-মেয়ে নির্বিশেষে সব জুনিয়র ডাক্তারদের মৌলিক অধিকার একটাই, পরিচ্ছন্ন, সুরক্ষিত অনকল রুম, আলাদা টয়লেট, পর্যাপ্ত নিরাপত্তা, আর একটানা কাজ করা থেকে মুক্তি। জোড়াতাপ্পি দিয়ে সাজানো কেস নয়। চাই আসল অপরাধীকে আটক করা হোক। শাস্তি দেওয়া হোক। সঙ্গে সব লেভেলের সিনিয়র ডক্টরদের রোস্টার মেনে নাইট ডিউটি ।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)