মিল্টন সেন: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। এই ঘটনায় এবার হুগলির উত্তরপাড়ায় মৌন পদযাত্রা চিকিৎসকদের। কালো ব্যাজ পরে চিকিৎসকদের সঙ্গে পদযাত্রায় সামিল হন সাধারণ মানুষও। অরাজনৈতিক চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদে সামিল হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী থেকে শুরু করে ছাত্র,যুব,প্রৌঢ় সকলেই।
তাঁদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। তদন্ত করে অবিলম্বে তাকে খুঁজে বের করতে হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক ডঃ সোমশ্রী সেনগুপ্ত বলেন, 'আমি রাতের পর রাত ল্যাবে কাজ করি। এই ঘটনার পর আমার কাজ করতে ভয় করছে।' তাঁর মতে রাজ্য সরকার এই ঘটনার সঠিক তদন্ত করবে। যাতে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যে কাজ করেন তাঁরা সবাই যাতে সুরক্ষিত থাকেন।