কীভাবে এতবড় ঘটনা ঘটল? বুঝেই উঠতে পারছেন না ধৃত সিভিক ভলান্টিয়ারয়ের পরিচিতরা...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারকে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। তবুও পুরো ঘটনা এখনও বুঝে উঠতে পারছেন না ওই কর্মীর পরিবার এবং গ্রামের অন্যান্য বাসিন্দারা। গ্রামের এক বাসিন্দা সৌমেন পন্ডিত জানান, 'মদ না খেয়ে থাকলে ওর মত ছেলেই হয় না। ব্যবহার খারাপ নয়। তবে মদ খেলেই ও অন্যরকম হয়ে যেত। বাড়ি বা পাড়ায় চেঁচামেচি করত মাঝেমধ্যে মদ খেয়ে। প্রথমে খবর শুনে বিশ্বাস না হলেও পরে টিভিতে দেখে জানতে পারি ও এইরকম করেছে'।
তাদের দাবি, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শাস্তি দিতে হবে। শনিবারই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে ভাতার থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়ের বর্ধমান ভাতার রোডের কামনাড়ায় ডিউটি ছিল। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ বোধ করায় হাসপাতালে যান। তারপরেই এই ঘটনার সূত্রপাত।