মেলা চলাকালীন ভেঙে পড়ল 'জয় রাইড'। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির রাঙাপানি মেডিক্যাল মোড়ের কাছে একটি মেলায়। শ্রাবণ মাসে প্রত্যেক বছর এই মেলা আয়োজিত হয়। আর মেলায় একাধিক ছোট বড় নাগরদোলা এবং জয় রাইডের আসর বসে। কিন্তু, তা উপভোগ করতে গিয়ে যে এই বিপদ ধেয়ে আসবে, তা ঠাহর করতে পারেনি কেউ।রবিবার ছুটির দিন মেলায় অপেক্ষাকৃত বেশি ভিড় ছিল। 'ড্রাগন রাইড'-টি চলাকালীন ভেঙে পড়ে। আর এই রাইডে একাধিক ছোট গাড়ি ছিল। সেগুলিও ভেঙে পড়ে। আহত হন অনেকেই। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেলার মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ফাঁড়ির পুলিশ। মেলা কমিটির সঙ্গে কথা বলে নাগরদোলা এবং অন্যান্য জয় রাইডগুলি আপাতত বন্ধ রাখা হয়। পুলিশের তরফে জানানো হয়, মেলার জন্য অনুমতি নেওয়া হয়েছিল। এই দুর্ঘটনা কী ভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও অভিযোগ দায়ের হয় তাহলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে। অন্যদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ মেলা কমিটি।
সমস্ত গাইডলাইন মেনেই মেলার আয়োজন করা হয়েছিল বলে জানান মেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য। জয় রাইডগুলি নিরাপত্তা নিশ্চিত করার পরেই মেলায় বসার সুযোগ পায়। সেক্ষেত্রে কী ভাবে এই ঘটনা ঘটল? তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনায় মেলায় ঘুরতে আসা অন্যান্য দর্শকরা আতঙ্কে রয়েছেন।