• টাকা দিলেই রেলের চাকরি, ভুয়ো নিয়োগপত্রের ফাঁদে পা দিয়ে প্রতারণা চুঁচুড়ায়...
    আজকাল | ১২ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন: টাকা দিলেই মিলবে রেলে চাকরি। ভুয়ো নিয়োগপত্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত বহু যুবক। প্রতারণার অভিযোগ উঠেছে চুঁচুড়া কাপাসডাঙার এক প্রৌঢ়ের বিরুদ্ধে। টাকা ফেরত নিতে প্রতারকের বাড়িতে জমায়েত করেন যুবকরা। জানা গিয়েছে, হুগলি চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে গত কয়েক বছর ধরে একটি বাড়িতে ভাড়া থাকেন অভিজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে তিনি একাধিক মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।

    কয়েকজনকে ভুয়ো নিয়োগপত্রও দিয়েছেন, রেলে চাকরি দিয়েছেন। তিন মাস চাকরি করার পর বেতন না পেয়ে চাকরিপ্রার্থীরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। প্রতারিতদের একাংশের দাবি, কাটোয়া শাখার ধাত্রীগ্রাম বাগনাপারা, বর্ধমান মেন শাখায় তালান্ডু, সপ্তগ্রাম স্টেশনে বুকিং ক্লার্ক ঘোষকের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাঁদের। মূলত, রেলের গ্রুপ সি, গ্রুপ ডি পদের চাকরির জন্য কয়েক লক্ষ টাকা করে নেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত অভিজিৎ তাঁর এক পরিচিতকে বলেন প্রার্থী জোগাড় করে দিতে।

    সুবীর দে নামে ওই পরিচিত ব্যক্তি বেশ কয়েকজন প্রার্থী জোগাড় করে দেন। সুবীরের স্ত্রী মৌমিতা জানান, অভিযুক্ত তাঁদের বাড়ির পাশেই এক মহিলাকে নিয়ে থাকতেন। প্রতারিত হয়েছেন জানতে পেরে প্রার্থীরা ভিড় করেন অভিযুক্তের বাড়িতে। অভিজিতের স্ত্রী স্বপ্না চৌধুরী জানান, তিনি তাঁর স্বামীর এই কর্মকান্ডের বিষয়ে কিছুই জানতেন না। খবর পেয়ে চুঁচুড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যারা প্রতারিত হয়েছেন তাঁদের সঙ্গে কথা বলে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় পুলিশ।
  • Link to this news (আজকাল)