• কালনায় মহিষমর্দিনী মাতার পুজোয় বিপুল ভক্তসমাগম
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কালনা: রবিবার কালনা শহরের প্রাচীন মহিষমর্দিনী মাতার সপ্তমীর পুজোয় হাজার হাজার ভক্ত ভিড় করলেন। এদিন ভোর থেকে লম্বা লাইন দিয়ে দেবীকে পুজো দেন ভক্তরা। দুপুরে নবনির্মিত প্রসাদ ভবনে কয়েকহাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। নিরাপত্তা নিয়ে পুলিসি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ফেরিঘাটে আলাদা নজরদারি ছিল। দুপুরের পর থেকে শহরের কয়েকটি রাস্তায় নো-এন্ট্রি রাখা হয়। প্রচলিত রীতি মেনে পুজোপাঠের সঙ্গে ঢাংয়ের পুতুল নাচ, যাত্রাপালা, ৪০ ফুট উচ্চতার প্রাচীন লোহার নহবৎখানার সানাইয়ের সুরের মূর্চ্ছনা ও আলোর রোশনাইয়ে পুজো প্রাঙ্গণ সরগরম ছিল। বিশাল এলাকাজুড়ে মেলায় নাগরদোলা সহ হরেকরকম দোকান রয়েছে। স্বাস্থ্যশিবির, দমকলের বিশেষ শিবির ও পুলিস সহায়তা ক্যাম্প রয়েছে। ৩০টির বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুজোর জায়গা ও মেলা চত্বরে নজরদারি চলছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)