• সেজে উঠছে বারাবনির উষ্ণ প্রস্রবন, খুলবে পুজোর আগেই
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাবনি: ভ্রমণ পিপাসু শিল্পাঞ্চলবাসীর কাছে সুখবর। হাল ফিরছে জেলার একমাত্র উষ্ণ প্রস্রবন পানিফলার। বারাবনি থানার পানিফলার এই উষ্ণ প্রস্রবনকে ঘিরে একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। গড়ে তোলা হচ্ছে কটেজ। তৈরি করা হচ্ছে আড্ডা জোন। থাকবে অত্যাধুনিক কাফেটেরিয়া। সাজিয়ে তোলা হয়েছে রাস্তা। পুজোর আগেই পর্যটনক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলেই জেলা পরিষদের দাবী। সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে পানিফলা পর্যটনক্ষেত্রটি সাজিয়ে তোলা হচ্ছে। মানুষের নানা সাচ্ছন্দ্যের দিকটি সেখানে খেয়াল রাখা হচ্ছে। আসানসোল শহরের অদূরে বারাবনি ব্লকে রয়েছে উষ্ণ প্রস্রবনটি। খনি অঞ্চলের মধ্যে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে প্রস্রবনটি। অথচ, বহুদিন ধরেই তা অবহেলার শিকার। উষ্ণ প্রস্রবনের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে স্থানীয় নদী জোড়। বহু বছর আগে জেলা পরিষদের উদ্যোগে পুরো পর্যটন ক্ষেত্রটি প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল। কিন্তু গরমজল বের হওয়া স্থানটি অনুন্নত।  এলাকায় কোনও খাবার দোকান নেই,  থাকার ভালো ব্যবস্থা নেই। ফলে, পর্যটকদের কাছে প্রশংসা পায়নি পানিফলা। অবশেষে সমস্যাগুলি চিহ্নিত করে পর্যটন ক্ষেত্রটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। কয়েকটি স্টল তৈরি করা হয়েছে। এখানে ব্যবসায়ীরা নানা সামগ্রীর দোকান করতে পারবেন। পাশাপাশি এই উষ্ণ প্রস্রবন রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ উঠে আসবে। উন্নতমানের একটি কাফেটেরিয়াও গড়ে তোলা হয়েছে। সেখানে লাঞ্চ, ডিনার টিফিন সবই মিলবে। থাকার জন্য গড়ে তোলা হচ্ছে কটেজ। নতুন করে শৌচালয়ও গড়ে তোলা হয়েছে। এলাকাকে ঘিরে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার মাঝে মাঝে থাকবে ফোয়ারা। কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার দাবি, পুজোর আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে। এখন দেখার সর্ব সাধারণের জন্য  কবে খুলে যায় পানিফলা।  
  • Link to this news (বর্তমান)