• সদ্যোজাতের মৃত্যুতে সাময়িক উত্তেজনা
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: প্রসবের কিছুক্ষণ পরেই সদ্যোজাতের মৃত্যুতে সাময়িক উত্তেজনা ছড়াল বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতালে। এনিয়ে রবিবার প্রসূতির পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন হাসপাতালের এক চিকিৎসক। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

    হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সোনালি হাঁসদা রবিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

    বিকেল তিনটে নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন তিনি। জন্মের কিছুক্ষণ পরেই চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যু হয় বলে অভিযোগ মৃতের বাবার। যদিও বিএমওএইচ বাবর আলি জানান, প্রসবের আগেই মৃত্যু হয়েছিল বাচ্চাটির। চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।

    সোনালির স্বামী রবিন কিস্কুর অভিযোগ, সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তিনবার স্ত্রীকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বারবার ডাক্তারকে বলেছি, সমস্যা হলে মালদহে রেফার করে দিন। কিন্তু হাসপাতাল তা করেনি। প্রসূতিকে দু’দিন চিকিৎসার জন্য রাখা হবে বলে হাসপাতালে কর্তৃপক্ষ  জানিয়েছে। বিএমওএইচ বলেন, পরিবারটিকে বুঝিয়ে বলা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে বাড়ি চলে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)