• কালীঘাটে ‘দিদির দরবার’: বেশি আসছে জমি সংক্রান্ত অভিযোগ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জমি সংক্রান্ত অভিযোগই বেশি পাচ্ছে ‘দিদির দরবার’। অভিযোগগুলি পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনিক পর্যায়ে। কালীঘাট মিলন সংঘে প্রতি বরিবার বসছে ‘জনতার দরবার’। সেখানে পৌঁছনো লোকজনই কর্মসূচিটিকে ‘দিদির দরবার’ বলে থাকেন। 

    রবিবারও বহু মানুষ তাঁদের অভিযোগ, সমস্যা ও মতামত জানাতে সেখানে পৌঁছে যান। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও কিছু মানুষ এসে তাঁদের কথা জানান সেখানে। দলীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত সমস্যার কথা বেশি জানাচ্ছেন মানুষজন। তার মধ্যে রয়েছে—জমির রেকর্ড ঠিকমতো মিলছে না, জমি বেদখল হয়ে গিয়েছে কিংবা জমি রেকর্ড হয়ে যাচ্ছে অন্যের নামে।
  • Link to this news (বর্তমান)