• উদ্যানপালন তালুকের প্ল্যান রাজ্যের
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরুলিয়া ও বাঁকুড়াকে কেন্দ্র করে হর্টিকালচার হাব বা উদ্যানপালন তালুক তৈরি করতে চায় রাজ্য সরকার। রবিবার ফল ও খাদ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে এমনটাই জানালেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী বলেন, অতিরিক্ত ফসল উৎপাদনকে পাখির চোখ করার পাশাপাশি কৃষকদের আয় বাড়াতেও নজর থাকছে আমাদের। একইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রেতাদের চাহিদা মতো পণ্য উৎপাদনেও। যেমন—এরাজ্যে ২০১৩ সাল থেকে ড্রাগন ফল চাষ শুরু হয়েছে এবং তাতে বিপুল সংখ্যক ক্রেতার চাহিদা পূরণ হচ্ছে। ইতিমধ্যেই বাঁকুড়ায় চার রকমের আঙুর ফলছে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় হাব তৈরির যে চিন্তাভাবনা শুরু হয়েছে, তাতে উৎপাদন বাড়বে, স্বভাবতই উপকৃত হবেন চাষিরা।
  • Link to this news (বর্তমান)