• পাসপোর্ট নথি যাচাই: অফিসারদের জন্য বডিক্যাম আনছে রাজ্য পুলিস
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্টের নথি যাচাইয়ের গিয়ে টাকা চেয়েছেন অফিসার। এই ধরনের অভিযোগ অনেক সময়ই করে থাকেন অভিযোগকারী। অভিযোগ থেকে রেহাই পেতে এবার এই সংক্রান্ত কাজে যাওয়া  আধিকারিকদের বডিক্যাম পরাতে চাইছে রাজ্য পুলিস। ইতিমধ্যেই তা কেনার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।

    ‘ঘুষ’চাইছেন পুলিস কর্মী বা অভিযোগকারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। পাসপোর্টের নথি যাচাইয়ে যাওয়া অফিসারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এলে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অসুবিধা হয়। দু’পক্ষের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে হয়। পুলিস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অভিযোগকারী বলতে শুরু করেন, বাঁচানোর চেষ্টা হচ্ছে সংশ্লিষ্ট উর্দিধারীকে। পুলিসের বিরুদ্ধে হেনস্তারও অভিযোগ আনা হয়। আবার আইনরক্ষক দাবি করেন অভিযোগকারী নথি ঠিকমতো দিতে না-পারায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। এই নিয়ে জেরবার রাজ্য পুলিসের কর্তারা। এই সংক্রান্ত একাধিক অভিযোগও উপরতলায় করে বসেন আবেদনকারী। অভ্যন্তরীণ অনুসন্ধানে দেখা গিয়েছে অভিযোগের সারবত্তা রয়েছে। পুলিস কর্মীদের একাংশ এটাকে একটা ‘কমন প্র্যাকটিস’ করে ফেলেছেন। এর ফলে তাঁদের মুখ পুড়ছে। সেই কারণেই গোটা প্রক্রিয়াকে ক্যামেরাবন্দি করার জন্য বডি ক্যাম আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, যে অফিসার আবেদনকারীর বাড়িতে যাবেন এই বডি ক্যাম তাঁকে সঙ্গে নিয়ে যেতে হবে। নথি যাচাই ও আবেদনকারীকে বিভিন্ন প্রশ্ন করার সময় সেটি পরতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে। এতে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে। আবেদনকারী কোনও অভিযোগ করলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তার সত্যাসত্য যাচাই করা যাবে। তার ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত করতে কোনও অসুবিধা হবে না। মিথ্যা অভিযোগ আনলে পুলিস কর্মীও প্রমাণ করে দিতে পারবেন বিষয়টির কোনও সারবত্তা নেই। সূত্রের খবর, চারশোর বেশি ক্যামেরা কেনার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ধীরে ধীরে এর সংখ্যা বাড়িয়ে সমস্ত জেলায় পাঠানো হবে বলে পুলিস সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)