• দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার সোদপুর
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে পথে নামল সোদপুর। কোনও রাজনৈতিক দলের ব্যানারে বা প্রভাবে নয়, রবিবার আক্ষরিক অর্থেই স্বতঃস্ফূর্ত জন-বিক্ষোভের সাক্ষী থাকল এই শহর। অপরাধীদের চরম শাস্তির দাবিতে পা মেলালেন নাটাগড়ের আবাল-বৃদ্ধ-বনিতা। মিছিল থেকে ফাঁসির দাবিতে সোচ্চার হলেন তাঁরা। খুন হয়ে যাওয়া চিকিৎসকের স্কুলে আজ, সোমবার স্মরণসভার আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন তাঁর প্রাক্তন সহপাঠী ও শিক্ষিকারা। মানুষের এই ক্ষোভের আঁচ পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের পতাকা, ব্যানার দূরে সরিয়ে রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। 

    এদিন সকাল থেকে শুরু হয় মৃত চিকিৎসকের পারলৌকিক কাজকর্ম। স্থানীয় বাসিন্দারা চোখের জল মুছে ফুল ও ধূপ দিয়ে চিকিৎসকের ছবিতে শ্রদ্ধা জানান। এরপর একে একে কামদুনির নির্যাতিতার ভাই থেকে শুরু করে একাধিক চিকিৎসক সংগঠন, কলকাতা পুলিসের আধিকারিকরা মৃত তরুণীর বাড়িতে আসেন। সকাল থেকে সোদপুরের এইচ বি টাউন মোড়ে বিজেপির তরফে ধর্নামঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করা হয়। তবে সেখানে দলের কোনও পতাকা বা ব্যানার ছিল না। সন্ধ্যায় পানিহাটি তৃণমূলের তরফে মোমবাতি মিছিল হয় কোনও দলীয় ব্যানার ছাড়াই। বিকেলে নাটাগড়ের বহু মানুষ চিকিৎসকের বাড়ির সামনে জড়ো হন। সর্বোচ্চ সাজার দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু হয় সেখান থেকে। সুদীর্ঘ সেই মিছিল নাটাগড় থেকে মধ্যমগ্রাম রোড ধরে বি টি রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া পূজা সিংহ রায়, মৌমিতা পালিত বলেন, ‘ঘরের মেয়ের উপর পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের ঘটনায় আমরা বাকরুদ্ধ। আমরা সিবিআই তদন্ত চাই। এই ঘটনায় যুক্ত সব অপরাধীকে চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)