• দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি করলেন সৌরভ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আর জি কর-কাণ্ডে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনাটি ভয়ানক বলেও উল্লেখ করেছেন তিনি। রবিবার বিকেলে রাজারহাটের সিটি সেন্টার-২ এ একটি অনুষ্ঠানে এসেছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভেরি আনফরচুনেট। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। ইটস টেরিবল’।

    মেয়েরা কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটা ইন্সিডেন্ট দিয়ে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। পৃথিবীর সব জায়গায় এরকম দুর্ঘর্টনা হয়। 

    এটা দুর্ভাগ্য। ভারতে ও পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে। পশ্চিমবঙ্গ গ্রেট স্টেট। আমরা বাস করি। একটা ইন্সিডেট দিয়ে জাজ করা উচিৎ নয়। কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেওয়া দরকার।’ নিরাপত্তার স্বার্থে সিসি 

    ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম তৈরি রাখার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সব জায়গায় নিরাপত্তা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন।
  • Link to this news (বর্তমান)