• কোন ট্রেন চলছে? বেরনোর আগে নজর গ্রুপে, শনি-রবিতে নিত্য লোকাল বাতিল নিয়ে আতঙ্কে যাত্রীরা
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: গত কয়েক মাস ধরে শনি ও রবিবারের ট্রেন যাত্রা সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে বিভীষিকা। কোনও না কোনও অজুহাতে বাতিল হচ্ছে ট্রেন। রেল আগাম নোটিস ইস্যু করলেও অধিকাংশ যাত্রী তা জানতে পারছেন না। এমনকি রেলকর্মীরাও সেই নির্দেশিকার কথা জানেন কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। শনি ও রবি একইভাবে শিয়ালদহ-বনগাঁ সহ একাধিক রুটে ট্রেন বাতিলের নির্দেশিকা দিয়েছিল রেল। সেই নির্দেশের কথা না জেনে বহু মানুষ শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে হাজির হয়েছিলেন। অনেকে শেষ বনগাঁ লোকালের টিকিট কাটেন। কাউন্টারের রেলকর্মীরা তাঁদের টিকিট বিক্রি করেন। কিন্তু পরে যাত্রীরা জানতে পারেন, ‘ট্রেন বাতিল’। এরপর ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন মাস্টারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। রেল জানায়, ট্রেন বাতিল থাকবে আগেই জানানো হয়েছিল। যাত্রীরা পাল্টা বলেন, ‘তাহলে রেলকর্মীরা কোন যুক্তিতে ট্রেন ছাড়ার ১০-১৫মিনিট আগে টিকিট বিক্রি করলেন?’ এ নিয়ে তীব্র বচসা বাধে। তারপর বেশ কয়েক জনকে টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয় রেল। কিন্তু ভুক্তভোগী যাত্রীদের শিয়ালদহ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ করে তবে গন্তব্যে ফিরতে হয়।

    শহরতলির লাইফ লাইন বলা হয় লোকাল ট্রেনকে। নিত্যদিন লক্ষ লক্ষ মানুষের একমাত্র ভরসা। অভিযোগ, কয়েক মাস ধরে পরিকাঠামোগত উন্নয়নের যুক্তিতে ট্রেন বাতিল থাকছে। কার্যত নরকযন্ত্রণা সহ্য করতে হচ্ছে হাজার হাজার যাত্রীকে। সপ্তাহের শেষ দু’দিন পরিস্থিতি খুব খারাপ থাকে। ফলে আতঙ্ক তাড়া করছে নিত্যযাত্রীদের। স্টেশনে আসার পর সবার জিজ্ঞাসা, ‘ট্রেন চলছে তো? কোন কোন ট্রেন বাতিল হয়েছে জানেন।’ আতঙ্ক এতটাই যে, স্টেশনে তো বটেই সমাজ মাধ্যমের বিভিন্ন ট্রেন সংক্রান্ত গ্রুপে পোস্ট করে উত্তর চাইছেন যাত্রীরা। আর তারই হাত ধরে রেল পরিকাঠামোর বেহাল দশা নিয়ে ভেসে আসছে তীব্র কটাক্ষ। জন্ম নিচ্ছে শ্লেষ ভরা মিম। ভুক্তভোগী মানুষদের একটাই প্রশ্ন, ‘এই দুর্ভোগের শেষ কবে?’

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘ছুটির দিন ছাড়া পরিকাঠামো উন্নয়নের কাজ সম্ভব হয় না। ছুটির দিন যাত্রীদের চাপ কম থাকে।’ এর পাশাপাশি শনিবার রাতে যাত্রীদের হয়রানি ও বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘আগেই নোটিস দিয়ে ট্রেন বাতিলের কথা বলা হয়েছিল। তার মধ্যেও দু’জন যাত্রীকে ভুল করে টিকিট দেওয়া হয়েছিল। পরে তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।’
  • Link to this news (বর্তমান)