• কার্ডের তথ্য নিয়ে টাকা হাতিয়ে গ্রেপ্তার
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ি বুকিংয়ের জন্য জাল ওয়েবসাইট খোলা হয়েছিল। আর তার মাধ্যমেই ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছিল। এই চক্রের পান্ডাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করল সিআইডি। সৌরভ সাক্ষ্য নামে ওই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, তার বিরুদ্ধে ২০২৩ সালে লেকটাউন থানায় অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিস জানতে পারে এই কায়দায় সে একাধিক লোকের টাকা হাতিয়েছে। দীর্ঘদিন সে বেপাত্তা ছিল। কয়েকদিন আগে সিআইডির কাছে খবর আসে যে, সৌরভ নেপাল সীমান্তে রয়েছে। এরপর পুলিস সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। 
  • Link to this news (বর্তমান)