• বন্ধ কাজ, সমুদ্রসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা
    বর্তমান | ১২ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। নির্বাচন মিটতেই এই নিয়ে তৎপরতা শুরু হয়েছিল বিভিন্ন জেলায়। হাজার হাজার আবেদনও জমা পড়েছিল। কিন্তু হঠাৎ প্রকল্পটি অনিশ্চয়তার মধ্যে। কারণ এই সংক্রান্ত কাজ আপাতত বন্ধ। কবে প্রকল্পের টাকা ছাড়া হবে, তা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশও দেওয়া হয়নি। ফলে যেসব সামুদ্রিক মৎস্যজীবী আবেদন করেছেন, তাঁরা হতাশ। মৎস্যজীবী সংগঠনগুলির বক্তব্য, প্রকল্প ঘোষণা হওয়ার পর তার সুবিধা এখনও পেলেন না কেউই। তাই দ্রুত টাকা যাতে ছাড়া হয়, মৎস্যদপ্তরের কাছে সেই দাবি জানিয়েছে তারা।

    মূলত যেসব জেলায় সামুদ্রিক মৎস্যজীবী রয়েছেন, যেমন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো জেলার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল। কিন্তু আবেদন নিয়ে সব জায়গাতেই জটিলতা তৈরি হয়েছে। সামুদ্রিক মৎস্যজীবী নন, এমনও অনেকেই আবেদন করে বসেছিলেন। কেউ কেউ আবার পঞ্চায়েত থেকে সামুদ্রিক মৎস্যজীবীর শংসাপত্র বের করে দুয়ারে সরকারের শিবিরে ফর্ম জমা দিয়েছিলেন। এই নিয়ে দপ্তরের কাছে নানা রিপোর্ট জমা পড়ে। অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে আরও স্বচ্ছতা আনা দরকার রয়েছে। তাই আপাতত এই প্রকল্প নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে সরকার। সরকারি কোনও নির্দেশনামা না এলেও মৌখিকভাবে আপাতত এই প্রকল্পটির কাজকর্ম বন্ধ রাখার কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। ফলে কবে এ প্রকল্পের সুবিধা পাবেন প্রকৃত মৎস্যজীবীরা, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)