• মমতা
    এই সময় | ১২ আগস্ট ২০২৪
  • রবিবারের মধ্যে আরজি করের ঘটনার কিনারা না হলে সিবিআইকে মামলা হস্তান্তরের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'সিবিআই-এর সাফল্যের হার খুব কম। কলকাতা পুলিশ বিশ্বের সেরা। সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে দোষীদের শাস্তির জন্য।' তিনি আরও বলেন, 'তাপসী মালিক হত্যার ঘটনা, রিজওয়ানুর রহমান মামলা, নন্দীগ্রামে ১৪ জনকে হত্যার মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে। কিন্তু, সেখানেও সাফল্য মেলেনি।'এই ঘটনায় ভেতরের কেউ যুক্ত থাকতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্ত দিক খতিয়ে দেখা হবে।সোমবার পৌনে একটা নাগাদ আরজি করে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীর্ঘক্ষণ কথা বলেন পরিবারের সঙ্গে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। কিন্তু, কলকাতার পুলিশ কমিশনার যখনই খবরটা দিয়েছিলেন আমি সঙ্গে সঙ্গে তাঁকে বলি এটা খুব নক্কারজনক ঘটনা। যেই ঘটাক তাকে শাস্তি দিতে হবে। আমরা চাই এই মামলার ট্রায়াল ফার্স্ট ট্রাক কোর্টে হোক। তাহলে বিচার প্রক্রিয়াটা দ্রুত হবে। সেখানে আমরা ফাঁসির দাবি জানাব।'

    এ দিন তিনি আরও বলেন, 'কিছু মানুষ এখনও সাময়িক অবক্ষয়ের মধ্যে রয়েছেন। সামাজিক মূল্যবোধ ভুলে গেছেন। ওখানে নার্সরা ছিলেন। ওদের সুরক্ষাকর্মীরা ছিলেন। সবাই ছিল। তারপরেও এই ঘটনা কী ভাবে ঘটল তা ভেবে আশ্চর্য হচ্ছি। ওর বাবা-মা আমাকে বলেছে এতে ভেতরের কেউ রয়েছে। কারও উপর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দোষীরা শাস্তি পায় সেই জন্য সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।' এর আগে তিনি আরজি করের ঘটনায় অপরাধীর ফাঁসির দাবি করেছিলেন। ফোনে কথা বলেছিলেন মৃতার বাবা-মায়ের সঙ্গে।

    ইতিমধ্যেই আরজি করের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলা চিকিৎসক ঘটনার দিন যে চারজনের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তাঁদের লালবাজারে তলব করা হয়েছে সোমবার।
  • Link to this news (এই সময়)