• পুলিশের বডি ক্যামের ফুটেজ সংরক্ষণ করতে বলল হাইকোর্ট
    এই সময় | ১২ আগস্ট ২০২৪
  • এই সময়: পুলিশকে দাঁড় করিয়ে রেখে আগরপাড়া জুট মিলের মালপত্র লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে রুজু হওয়া মামলার চার দিন শুনানির পরে, বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালত সেই নির্দিষ্ট দিনে যে সব পুলিশ অফিসার ও র‍্যাফের যাঁরা ওই কারখানায় ঢুকেছিলেন, তাঁদের সবার বডি ক্যামের ফুটেজ এবং খড়দা থানা ও আগরপাড়া জুট মিলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে।একই সঙ্গে পুলিশকে হাইকোর্টের নির্দেশ— কারখানা চালু থাকলেও সেখান থেকে কোনও রকম মালপত্র বার করা যাবে না, সেটা নিশ্চিত করতে হবে। মামলার পরবর্তী শুনানি আজ, সোমবার। কামারহাটি জুট মিলে ৩ অগস্ট রাত ৯টা থেকে পরদিন ভোর পর্যন্ত পুলিশ দাঁড়িয়ে থেকে দুষ্কৃতীদের লুটপাটের সুযোগ করে দেয় বলে হাইকোর্টে মামলা করেন সংস্থার মালিক।

    আরও অভিযোগ, পুলিশকর্মী ও অফিসারদের সঙ্গে র‍্যাফের ৩০-৪০ জনকে কারখানার ভিতরে দাঁড় করিয়ে রেখে মালপত্র লুট করা হয়। যদিও গত কয়েক দিন ধরে হাইকোর্টে চলা মামলায় যে সারদা গ্রুপের হাতে ওই কারখানা রয়েছে, তাদের তরফে এক জন জানান, দুই ভাইয়ের প্রতিষ্ঠান হলেও এক ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্থা চালাতে।

    সেখানকার তিন হাজার শ্রমিক এখন বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছেন। ফলে, তাঁদের তরফে আলাদা আলাদা আইনজীবীকে দাঁড় করানো হয়েছে। বিচারপতি ভরদ্বাজ জানিয়ে দেন, এই আদালত এত জটিলতায় ঢুকবে না, এই আদালত কেবল পুলিশকে ঘিরে ওঠা অভিযোগের বিচার করবে।

    এর পরেই, পুলিশ কার নির্দেশে সে দিন কারখানায় ঢুকেছিল, তা নিয়ে রাজ্যের কাছে আদালত রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট জমা পড়ে আদালতে। রাজ্যের দাবি, পুলিশ সেই রাতে উপস্থিত ছিল ঠিকই, তবে লুটপাটে পুলিশ মদত দেয়নি। এর পরেই আদালত সেই রাতের যাবতীয় ভিডিয়ো ফুটেজ ও বডি ক্যামের ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয়।
  • Link to this news (এই সময়)