• প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, প্রেমিককে ব্যাপক মারধরের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ৩...
    আজকাল | ১২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তিন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত এক প্রতিবন্ধী তরুণী। প্রেমিককে মারধর করে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ঘটনার জেরে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেল হেফাজতে রাখা হয়েছে।

    ইতিমধ্যে নির্যাতিতার জবানবন্দি এবং মেডিক্যাল টেস্ট করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত অ্যাকশন নেয়। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি থানাকেই তৎপর করা হয়। অভিযুক্ত তিনজনকেই সেই রাতেই গ্রেপ্তার করা হয়। একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)