পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন, না হলে সিবিআই তদন্ত, আরজি করের ঘটনায় কড়া মমতা...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের ঘটনায় কড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার কলকাতা পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন তিনি। সোমবার মৃত তরুণী চিকিৎসকের পানিহাটির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। সঠিক তদন্তের আশ্বাস দেন। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রবিরার পর্যন্ত সময় দিলাম। রবিবারের মধ্যে যদি পুলিশ কুলকিনারা করতে না পারে আমরা এই কেসটা সিবিআই এর হাতে দিয়ে দেব’। এদিন মুখ্যমন্ত্রী ফের অভিযুক্তের ফাঁসির কথা বলেন।
বিক্ষোভের জেরে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দোষী যথাযথ শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনার খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তর ২৪ পরগণার পানিহাটির বাড়িতে যান। সেখান থেকে বেরিয়েই ডেডলাইন বেঁধে দেন পুলিশকে। ঘটনায ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, অভিযুক্ত কলকাতা সিভিক ভলান্টিয়ার। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।