• আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মমতা ব্যানার্জি ...
    আজকাল | ১২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোদপুরে গিয়ে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি।

    আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সৌগত রায়। সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছিলেন তাঁরা। এর আগে মমতা ব্যানার্জিও দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন। এবার সরাসরি পৌঁছে গেলেন নিহত চিকিৎসকের বাড়িতে। বাবা-মায়ের সঙ্গে কথা বলছেন তিনি।

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন। প্রতিবাদের মুখে আরজি কর হাসপাতালের সুপারের পর আজ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আজ পদত্যাগ করেছেন। যদিও তারপরেও কর্মবিরতি চলছে।

    অন্যদিকে আরজি কর মেডিক্যালের ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আরজি কর কাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আইনজীবী কৌস্তভ বাগচী। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।
  • Link to this news (আজকাল)