আজকাল ওয়েবডেস্ক: কখনও চড়া রোদ, কখনও আবারও মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরলেও চলতি সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় হতে পারে ভারি বৃষ্টিও।
আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে কয়েকটি জেলাতে ভারি বৃষ্টি হতে পারে।