'ন্যায়বিচার হবেই, দ্রুতই হবে', আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তাৎপর্যপূর্ণ পোস্ট কলকাতা পুলিশের ...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। সোমবার থেকে কর্মবিরতিতে চিকিৎসক সংগঠন। আরজি কর হাসপাতালে বন্ধ রাখা হয়েছে জরুরি পরিষেবাও। সাধারণ মানুষও কেউ রাস্তায় নেমে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অংশ নিয়েছেন প্রতিবাদে।
কলকাতা পুলিশের তরফে ভরসা রাখার বার্তাও দেওয়া হয়েছে। লেখা হয়েছে, 'কলকাতা পুলিশ যথাসাধ্য দ্রুততায় চার্জশিট জমা করে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ন্যায়বিচার হবেই, দ্রুতই হবে। না হওয়া পর্যন্ত আমরা থামব না। ভরসা রাখুন।'