আরজি কর কাণ্ডে হাই কোর্টে মামলা দায়ের, নিহত চিকিৎসকের চার সহকর্মীকে তলব লালবাজারের ...
আজকাল | ১২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আরজি কর কাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আইনজীবী কৌস্তভ বাগচী। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানানো হয়েছে আজ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মঙ্গলবার তাঁর বেঞ্চেই মামলার শুনানি হবে।
বৃহস্পতিবার রাতে আরজি কর মেডিক্যালের চারতলায় সেমিনার হলে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ঘটনার দিন চারজনের সঙ্গে ডিনার করেছিলেন নিহত চিকিৎসক। রাতের খাবার খেয়ে বাড়িতেও জানিয়েছিলেন। এবার সেই চারজনকে তলব করল লালবাজার। সোমবার তাঁদের বয়ান রেকর্ড করা হবে। চারজনেই ডাক্তারি পড়ুয়া। ইতিমধ্যেই তাঁদের এক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।