আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের চারদিন পর পদত্যাগ করলেন হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিক বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন তিনি।
রবিবারেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করে স্বাস্থ্য দপ্তর। গতকাল চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতালের সুপার, বুক এবং ফুসফুসের চিকিৎসা বিভাগের প্রধান এবং আরজি কর মেডিক্যাল কলেজের অন্তর্বর্তী থানার কর্তব্যরত পুলিশ আধিকারিককে পদত্যাগ করতে হবে। হাসপাতালের সুপারের পর এবার অধ্যক্ষ পদত্যাগ করলেন।