মৃত্যুর বিকল্প হতে পারে না ক্ষতিপূরণ, হাসপাতালকে সমঝে দিল হাই কোর্ট
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৪
স্টাফ রিপোর্টার : ‘‘একজন মায়ের কাছে তাঁর সন্তানের মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ হতে পারে না।’’ করোনাকালে চিকিৎসার গাফিলতির অভিযোগে এক যুবকের মৃত্যু মামলায় কাঠগড়ায় ওঠা হাসপাতালের উদ্দেশে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।
মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাই কোর্টে। মামলার শুনানি চলাকালীন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, এই বিষয়ে আদালত চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে বেসরকারি হাসপাতালকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে মৃতের পরিবার ও বেসরকারি হাসপাতালকে তাদের অবস্থান জানাতে হবে পরবর্তী শুনানিতে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।