• সন্তানের দেখভালের জন্য মায়ের সমান ছুটি পাবে বাবাও! বৈষম্য ঘোচাতে মানবিক হাই কোর্ট
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৪
  • গোবিন্দ রায়: চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে মহিলাদের সমান ছুটি দিতে হবে পুরুষদেরও। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নারী-পুরুষের সমানাধিকার থাকলেও সন্তানদের দেখভালের ছুটির ক্ষেত্রে তারতম্য ছিলই। যা নিয়ে দীর্ঘদিনের আপত্তি। এই পরিস্থিতিতে এদিন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না।”

    প্রসঙ্গত, পুরুষদের এই ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় মামলায়। সেই প্রেক্ষিতে এই নির্দেশ দিল হাই কোর্ট। উল্লেখ্য, এতোদিন মহিলারা চাইল্ড কেয়ার লিভ বা সন্তানদের দেখভালের জন্য সারাজীবনে ৭৩০ দিন সবেতন ছুটি পেতেন। কিন্তু পুরুষরা পেতেন মোটে ৩০ দিন।

    হাই কোর্টের এই রায়ের ফলে এবার পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে। আগামী তিনমাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইড লাইন তৈরি করতে হবে বলেও নির্দেশ কোর্টের।
  • Link to this news (প্রতিদিন)