• আর জি কর কাণ্ডে তৎপরতা তুঙ্গে, নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৪
  • গৌতম ব্রহ্ম: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর যৌন হেনস্তা ও খুনের ঘটনার কিনারা করতে সর্বোচ্চ তৎপরতা প্রশাসনিক স্তরে। পরিবারের পাশে দাঁড়াতে আজই সোদপুরে, তাঁর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর এমনই। এই ঘটনায় যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে তদন্ত হয়, যাতে কোথাও এতটুকু গলদ না থাকে, সে বিষয়ে কলকাতা পুলিশের কমিশনারকে (CP) চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই এনিয়ে  প্রয়োজনে সিবিআই তদন্তের কথা বলেছেন। এবার মেয়ে হারানো হতভাগ্য পরিবারকে আশ্বস্ত করতে মুখ্যমন্ত্রী নিজেই তাঁর বাড়ি গেলেন।

    কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) চেস্ট বিভাগের ট্রেনি চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুন হতে হয়েছে। ঘটনায় ওই বিভাগের ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করে শুরু হয়েছে মামলা। শুক্রবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী মৃতার বাবাকে ফোন করেছিলেন। শনিবার এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। ওঁরা যে ডিমান্ডগুলো করছে, তার প্রত্যেকটির সঙ্গে আমি একমত। পুলিশও প্রত্যেকটি মেনে নিয়েছে।”

    পাশাপাশি এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করে মুখ্য়মন্ত্রীর মন্তব্য ছিল, “মৃত্যুটা খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।”  সিবিআই (CBI)তদন্তে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে, আর জি করে তরুণী চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতির প্রতিবাদে আজ দেশজুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন সর্বস্তরের চিকিৎসকরা।  তার জেরে অচলাবস্থা জরুরি বিভাগ, আউটডোরগুলিতে। রোগীরা চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা সচল করতে উদ্যোগী রাজ্য সরকার। সূত্রের খবর, এনিয়ে জরুরিভিত্তিতে ভারচুয়াল বৈঠকে বসবেন মুখ্যসচিব।
  • Link to this news (প্রতিদিন)