সুপ্রিম নির্দেশে এবছরই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন
এই সময় | ১৩ আগস্ট ২০২৪
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে কাটতে চলেছে কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন নিয়ে একাধিক আইনি জটিলতা। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচন। সময়সীমা দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অক্টোবরের মধ্যে স্ক্রুটিনি শেষ করার নির্দেশ। নির্বাচন ঘোষণা হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে।প্রায় ৩ বছরে ধরে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে কোনও পরিচালন কমিটি নেই। আপাতত ব্যাঙ্ক চলছে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেই। এমতাবস্থায় আগে কলকাতা হাইকোর্টে ব্যাঙ্ক পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা দায়ের হয়েছিল। সেই সময় এই ইস্যুতে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ে জুন মাসে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের জন্য রাজ্য সমবায় নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন জনৈক রবীন্দ্র নাথ ঠাকুর।
রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে আবেদনকারী অভিযোগ করেছিলেন, কন্টাই সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচনের জন্য যে ভোটার তালিকা রয়েছে সেখানে একাধিক মৃত লোকের নাম রয়েছে। এই প্রসঙ্গে, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের সামনে রাজ্য সমবায় নির্বাচন কমিশনের তরফে সওয়াল করে আইনজীবী জয়দীপ মজুমদার। তিনি জানান, কমিশন শীঘ্রই নয়া ভোটার তালিকা তৈরি করবে। কারণ কন্টাই সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচনের আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর।
উল্লেখ্য, সমবায় ভোটের ক্ষেত্রে ভোটার তালিকা গুরুত্বপূর্ণ বিষয়। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে প্রকাশ্যে ভোটার তালিকা টাঙাতে হয়। মৃত সদস্যদের নাম বাদ গেল কিনা, একজনের নাম ২ জায়গায় রয়েছে কিনা সেই সব বিষয়ে তথ্য যাচাই করা হয়। সোমনার শীর্ষ আদালতকে আইনজীবী জয়দীপ মজুমদার জানান, পুরোনো ভোটার তালিকায় ৭১০ জন মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে। অন্যত্র চলে গিয়েছেন ১৯ জন ভোটার, ৫ জন নিখোঁজ। ভোটার তালিকায় নাম থাকা ১০৮৩ জনের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে আদালতকে জানান আইনজীবী জয়দীপ মজুমদার।
এরপরেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিশনকে নভেম্বরের মধ্যে নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে কন্টাই সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচন।