জঙ্গল প্রেমীদের জন্য সুখবর, পর্যটকদের জন্য গরুমারায় বাড়ানো হচ্ছে হাতির সংখ্যা ...
আজকাল | ১৩ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুজোয় যারা উত্তরবঙ্গে বেড়াতে যাবেন তাঁদের জন্য সুখবর। গরুমারা জঙ্গলে তাঁদের সাফারির জন্য বাড়ানো হচ্ছে হাতির সংখ্যা। সাফারির জন্য দুটি হাতির বদলে এবার থাকবে চারটি হাতি।
বর্তমানে গরুমারা জাতীয় উদ্যানে আছে ২৮টি হাতি। যার মধ্যে চারটি বাচ্চা হাতি। গোটা জঙ্গল প্রহরার জন্য এই হাতিরাই ভরসা বন দপ্তরের। যে সব জায়গায় জিপ বা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না সেইসব জায়গায় এই হাতির সাহায্যেই নজরদারি চালায় বনদপ্তর।