• জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, জেলায় জেলায় সমস্যায় রোগীরা, উঠছে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে অসুবিধায় পড়েছেন রোগীরা। উঠছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও‌। 

    অন্যদিকে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছিলেন নজরুল মোমিন (৫৫) নামে এক রোগী। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মীয়ের অভিযোগ, চিকিৎসার অভাবেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও মুর্শিদাবাদের ঘটনায় কলেজের এমএসভিপি ডা.অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, বিনা চিকিৎসায় মারা গিয়েছে বলে যে ঘটনার কথা বলা হচ্ছে সেবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।
  • Link to this news (আজকাল)