অন্যদিকে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছিলেন নজরুল মোমিন (৫৫) নামে এক রোগী। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মীয়ের অভিযোগ, চিকিৎসার অভাবেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও মুর্শিদাবাদের ঘটনায় কলেজের এমএসভিপি ডা.অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, বিনা চিকিৎসায় মারা গিয়েছে বলে যে ঘটনার কথা বলা হচ্ছে সেবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।